স্কুলে দুই শিক্ষক করোনা আক্রান্ত , তার মধ্যেই চলছে স্কুলের পঠন পাঠন ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: জয়নগর :: করোনা অতিমারি এবার থাবা বসিয়েছে জয়নগর থানার দক্ষিণ বারাশত শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয়ে lএই স্কুলের দুই শিক্ষক ইতিমধ্যেই করোনা সংক্রামিত হয়েছেনl তাই তারা আর স্কুলে আসছেন না l যদিও ওই দুই শিক্ষকের করোনা হওয়ার পরেও চলছে স্কুলের স্বাভাবিক পঠন পাঠন l

স্কুলের প্রধান শিক্ষক দেবদ্বীপ ভট্টাচার্য্য জানিয়েছেন যে,শিক্ষা দপ্তরকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের নির্দেশ ক্রমেই স্কুল চলছে স্বাভাবিকভাবেই l

যদিও স্কুলে বাড়তি সর্তকতাও রাখা হয়েছে ওই দুই শিক্ষকের করোনা হওয়ার পর থেকে l প্রতিদিন দু’বার করে স্কুলে স্যানিটাইজ করা হচ্ছে lআর সেই কাজে সাহায্য করছে দক্ষিণ বারাশত গ্রাম পঞ্চায়েত l কিন্তু প্রশ্ন উঠেছে যেখানে স্কুলের শিক্ষকরা খোদ করোনা সংক্রামিত হয়েছেন সেখানে কিভাবে স্কুল খোলা রাখা হয়েছে l

এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক থেকে স্কুলের সভাপতির সাফাই যে, করনা বিধি মেনেই স্কুল খোলা হয়েছে এবং তা সম্পূর্ণ সরকারি নির্দেশ অনুসারেই পালন করা হচ্ছে l যদি স্কুলের দুই শিক্ষকের করোনা হওয়ায় আতঙ্কিত অন্য শিক্ষকরাও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + 16 =