নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ টিভি :: ২৫ শে ফেব্রুয়ারি :: কোলকাতা ::  রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা এক আদেশবলে রাজ্যের সমস্ত বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোমকে অনতিবিলম্বে স্বাস্থসাথী প্রকল্পের আওতাভুক্ত করতে অনুরোধ করেছেন । ওই আদেশনামায় আরও জানানো হয়েছে যে এই প্রকল্পটি রাজ্যের ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট এক্ট ও রুলস ২০১৭ এর আওতা ভুক্ত ।

হে সমস্ত বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোম এই অধিনিয়ম অনুযায়ী নিজেদের আওতা ভুক্ত করবেননা বা কোনও ভাবে স্বাস্থসাথী কার্ড ধারীদের নিয়ম অনুযায়ী চিকিৎসা করবেননা বা কার্ডটি অগ্রাহ্য করবেন তাদের সংস্থা কে উপরোক্ত আইনের ৩ ও ৭ ধারা অনুযায়ী বেসরকারি হাসপাতাল এবং নার্সিং হোম এর রেজিস্ট্রেশন অবিলম্বে ক্যানসেল করা হবে ।