নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হলদিয়া :: শিল্পনগরী হলদিয়া হলদিয়া দুর্গোৎসব দূর্গা পূজো কমিটির পূজো মণ্ডপের সিঁড়ি ভেঙে বিপত্তি ! মঙ্গলবার সাড়ে নটা নাগাদ প্রচুর দর্শনার্থী পূজা মণ্ডপে হাজির হয়। আচমকাই ভেঙে পড়ে পূজা মণ্ডপের সিঁড়ি। দর্শকরা আতঙ্কিত হয়ে পড়ে।
কার্যত হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে মাঠে নামে হলদিয়া থানার বিশাল পুলিশ বাহিনী। তারপরেই কার্যত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দর্শকরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনার ফলে বেশ কয়েকজন দর্শনার্থী জখম হন।
অতিরিক্ত দর্শক উঠে পড়ার কারণে এমন বিপত্তি বলে প্রশাসনের আধিকারিকদের অনুমান। দ্রুততার সঙ্গে সেখান থেকে বের করে দেওয়া হয়। যদিও পূজো কমিটির পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া মেলেনি। প্রশাসনের আধিকারিকের কথায় ” অতিরিক্ত দর্শকের হুড়োহুড়ি কারণে এমন বিপত্তি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে “!