হাওড়া জেলার জগৎবল্লভপুর শাখার আশা কর্মীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন হাওড়া জেলার জগৎবল্লভপুর শাখার তরফ থেকে সোমবার আশা কর্মীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বিক্ষোভ দেখান। আশা কর্মীদের অভিযোগ, তাঁরা উৎসাহ ভাতা পাচ্ছেন না। প্রতি মাসে সমান হারে বেতন পাচ্ছেন না। এতে তাঁদের পক্ষে বেতনের হিসাব রাখা অসুবিধাজনক হয়ে উঠছে।

তারা সাপ্তাহিক ছুটি পাচ্ছেন না। ফলে তাঁদের পক্ষে কাজ করা একপ্রকার অসম্ভব হয়ে উঠেছে। এরই প্রতিবাদে এদিন আশা কর্মীরা বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, কাজের বোঝা কমাতে হবে। উৎসাহ ভাতা ঠিকমতো দিতে হবে। আশা কর্মীদের সাপ্তাহিক ছুটির ব্যবস্থা করতে হবে।দাবি পূরণ না হলে কর্মবিরতির হুমকি দিয়েছেন আশা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =