২০ বছর আমার কোনো জ্বর হয়নি: মমতা

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: কোলকাতা :: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তীব্র ঠান্ডার সমস্যায় ভুগছেন তিনি। দুর্গাপূজা চলার সময় বৃষ্টিতে ভিজে পূজামণ্ডপ উদ্বোধন করার কারণে তাঁর ঠান্ডা লেগেছে। মুখ্যমন্ত্রী বলেন, তাঁর সচরাচর জ্বর হয় না। গত ২০ বছরে তাঁকে জ্বরে ভুগতে হয়নি।

গতকাল রবিবার দার্জিলিং জেলার শিলিগুড়িতে বিজয়া সম্মিলনীতে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি ।এবার দুর্গাপূজা চলাকালে বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়ার সময় মমতাকে কাশতে দেখা যায়। এখনো গলা পুরোপুরি ঠিক হয়নি। তবে পূর্বঘোষিত কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তিনি। গতকাল বিজয়া সম্মিলনীতে যোগ দিতে শিলিগুড়ি যান মুখ্যমন্ত্রী।

মমতা জানিয়েছেন, এবার দুর্গাপূজায় ৪৬০টি মণ্ডপ উদ্বোধন করেছেন তিনি। এর মধ্যে ১৫০ থেকে ২০০ পূজামণ্ডপ উদ্বোধনের সময় তাঁকে বৃষ্টিতে ভিজতে হয়েছে। আর বৃষ্টিতে ভেজার পর ঠান্ডা লেগে যায় তাঁর।মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘২০ বছর আমার কোনো জ্বর হয়নি। কাজ করতে করতে সময় কেটে যাচ্ছে। তাই আমার যখন ঠান্ডা লাগে, তখন একটু বেশিই লাগে। এখন গলা ভাঙা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 8 =