২৮ হাজার কচ্ছপ বাঁচিয়ে ‘ন্যাটওয়েস্ট আর্থ হিরো’ লখনৌএর অরুনিমা সিংহ

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: আট বছর ধরে তিনি অন্তত ২৮ হাজার কচ্ছপের প্রাণরক্ষা করে আসছেন। ভারতের উত্তর প্রদেশের লখনউয়ের বাসিন্দা তিনি। চলতি বছর এর স্বীকৃতি হিসেবে তিনি ‘ন্যাটওয়েস্ট আর্থ হিরোস সেভ দ্য স্পিসিস অ্যাওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন। তিনি অরুণিমা সিং। ‘

টার্টল সারভাইভ্যাল অ্যালায়েন্সের’ (টিএসএ) ভারত শাখার সদস্য তিনি। তার সংগঠনের কাজ হচ্ছে কচ্ছপ, কুমির, ঘড়িয়াল, শুশুক, ভোঁদড় বিভিন্ন প্রজাতির প্রাণী সংগ্রহ করা এবং প্রকৃতিতে এগুলোর অস্তিত্ব ধরে রাখতে সহায়তা করা। গত আট বছর ধরেই তিনি এ কাজ করে আসছেন।

এ কাজ করতে গিয়ে অরুণিমা একাধিকবার চোরা চালানিদের হামলার শিকার হয়েছেন। এছাড়া সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দিয়েছে। টিএসএ’র ভারত শাখার প্রধান শৈলেন্দ্র সিংহ বলেন, ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আন্দোলনে প্রথম সারিতে অরুণিমার নাম আছে। এছাড়া বিরল প্রজাতির ‘ক্রাউন্ড রিভার টার্টল’ নিয়েও গবেষণা করেছেন তিনি। এ পুরস্কার পেয়ে অরুণিমা আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 9 =