৩০০ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করল সিআইডি।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জগদ্দল :: গোপন সূত্রে খবর পেয়ে নারকোটিকস সেল ও সিআইডি উত্তর ২৪ পরগনার জগদ্দল থানার অন্তর্গত কল্যাণী এক্সপ্রেসওয়ের রাউতা থেকে একটি গাড়ি আটক করে। ওই গাড়িটি আটক করে এবং ‌৩০১ কেজি গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করে।

সিআইডির সূত্রে খবর উড়িষ্যা থেকে এই গাজা নিয়ে আসছিল বিক্রির উদ্দেশ্যে। আটক চারজন হল করুণা বাঘ, সঞ্জিত বিশ্বাস, সন্তোষ সিং, আকাশ সাঁতরা। আজ এই চারজনকে এন ডি পি এস ধারায় মামলা রুজু করে ব্যারাকপুর আদালতে তোলা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =