৫৯ যাত্রীসহ জাকার্তার সুকর্ণ এয়ারপোর্ট থেকে নিখোঁজ ইন্দোনেশিয়ার বিমান !

সংবাদ প্রবাহ নিউজ ডেস্ক :: ৯ই,জানুয়ারি :: জাকার্তা :: সুকর্নো-হাত্তা বিমানবন্দর থেকে ৫৯ যাত্রী নিয়ে উড়ানের পরেই শ্রি বিজয়া এয়ারের বোয়িং ৭৩৭-৫০০ বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।বিমানটি বোর্নিও দ্বীপের ওয়েস্ট কালিমানতান প্রদেশের পনতিয়ানাক যাচ্ছিল বলে জানান ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের মুখপাত্র আদিতা ইরাবতি

স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে বিমানটি নিখোঁজ হয়েছে।বিমানটির নিখোঁজ হওয়ার পরিপ্রেক্ষিতে শ্রি বিজয়া এয়ার এক বিবৃতিতে জানিয়েছে, তারা ফ্লাইটটি সম্পর্কে বিস্তারিত তথ্য অনুসন্ধান করছে।এদিকে ইন্দোনেশিয়ান সংবাদপত্র রিপাবলিকা জানিয়েছে, পাঁচ শিশু ও এক নবজাতকসহ মোট ৫৯ যাত্রী ছিল বিমানটিতে

এছাড়া আরো দুজন পাইলট ও চারজন কেবিন ক্রু বিমানের আরোহী ছিল।ফ্লাইট অনুসরণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪ জানায়, ১০ হাজার ফুটের বেশি উচ্চতায় বিমানটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়।তবে বিমানটি বিধ্বস্ত হয়েছে কিনা এমন কোনো খবর এখনো পাওয়া যায়নি।

সর্বশেষ সংযোজন : ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ বলছে, ৬২ জন যাত্রীসহ একটি বোয়িং ৭৩৭ বিমান জাকার্তা থেকে আকাশে ওড়ার একটু পরেই বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে।ইন্দোনেশিয়ার নৌবাহিনী বলছে, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে মনে করা হচ্ছে সেই জায়গায় তারা তল্লাশি দল পাঠিয়েছে।স্থানীয় একজন জেলে বিবিসিকে জানিয়েছেন, তিনি একটি বিমান সাগরে ডুবে যেতে দেখেছেন।শ্রীভিজায়া এয়ারের বিমানটি রাজধানী জাকার্তার বিমানবন্দর ত্যাগের পরই বিমানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে কর্মকর্তারা জানাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =