নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ‘নিম্নমানের খাবার’ দেওয়া হচ্ছে অভিযোগ তুলে বিক্ষোভ দেখালেন অভিভাবক ও গ্রামবাসীদের একাংশ। শনিবার বাঁকুড়ার সোনামুখী ব্লকের ধুলাই গ্রাম পঞ্চায়েতের খয়েরবনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।বিক্ষোভকারীদের দাবি , এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দীর্ঘদিন ধরে অত্যন্ত নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে। সরকারী নিয়মানুযায়ী যেখানে সপ্তাহে দু’দিন করে ভাত ও খিচুড়ি দেওয়ার কথা সেখানে প্রতিদিনই খিচুড়ি দেওয়া হয়। বারবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ।একই সঙ্গে নিম্নমানের খাবারের পাশাপাশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা শিশুদের পড়াশুনার কোন দায়িত্ব ঐ কর্মী নেননা বলেও গ্রামবাসীদের তরফে দাবি করা হয়েছে। তাদের আরো দাবি, গ্রামের একমাত্র এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ৭২ জন শিশু ও গর্ভবতী মা খাবার পাওয়ার কথা ।
কিন্তু ছোটো পাত্রে রান্না করার কারণে কখনোই ৬০ জনের বেশী পাননা বলে তারা অভিযোগ করেন। এবিষয়ে স্থানীয় পঞ্চায়েত সদস্য পূর্ণিমা ঘোষ বলেন, খবর পেয়েছি। বিষয়টি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে জানান।