, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না – রাজ্য পুলিশ দপ্তর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: ২৭শে, মার্চ :: ২৯ মার্চের মধ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই আবহেই রাজ্য পুলিশের তরফে শনিবার সিভিক ভলান্টিয়ারদের নিয়ে সার্কুলার জারি করা হল, যাতে পরিষ্কার বলা হয়েছে যে, আইনশৃঙ্খলাজনিত কোনও দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলান্টিয়ারদের দেওয়া যাবে না।

ওই নির্দেশিকায় বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলান্টিয়ার।আর এই হাইকোর্টের নির্দেশের পরেই হাইকোর্টের কথা অমান্য করেই বালির ট্রাকের কাছ থেকে তোলাবাজিতে গ্ৰেফতার দুই সিভিক ভলেন্টিয়ার ।শনিবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার ঢিল ছোঁড়া দূরত্বে চকদিঘী মোড় থেকে দুজন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করলো মেমারি থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার দুপুর ৩টে নাগাদ মেমারি চকদিঘী মোড়ে দুটো বালি বোঝাই ট্রাককে জোরপূর্বক দাঁড় করিয়ে ওই দুই সিভিক ভলেন্টিয়ার তোলা তোলে এবং তারা দিতে রাজি না হলে প্রাণনাশের হুমকি দেয়।মেমারি থানার পাল্লার মামুদপুর নিবাসী ট্রাক ড্রাইভার বিপ্লব বিশ্বাসের লিখিত অভিযোগের ভিত্তিতে মেমারি থানার পুলিশ এদিন ভোরে ওই সিভিক ভলেন্টিয়ার দুজনকে গ্রেপ্তার করে।

ধৃতদের নাম রাজকুমার মান্না ও সেখ আশিকুল রহমান। জানা যায় তারা মেমারি পৌরসভার ২ নং ওয়ার্ডের খাঁড়োর বাসিন্দা। ধৃতদের এদিন সুনির্দিষ্ট ধারা রুজু করে বর্ধমান আদালতে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =