বসন্তের পাতাঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগার ঘটনা অব্যাহত বাঁকুড়ায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ২৭শে, মার্চ :: বসন্তের পাতাঝরা মরশুমে জঙ্গলে আগুন লাগার ঘটনা অব্যাহত বাঁকুড়ায়। এবার বিষ্ণুপুর শহরের যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। শনিবার দুপুরের এই ঘটনায় ঐ এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে খবর, এদিন দুপুরে যমুনাবাঁধ কলোনী সংলগ্ন এলাকার জঙ্গলে আগুন দেখতে পেয়ে বনদপ্তরে খবর দেওয়া হয়। বনদপ্তর মারফৎ খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

বনদপ্তরের বিষ্ণুপুর-১ বিট অফিসার শিবদাস চক্রবর্ত্তী বনকর্মীদের গাফিলতির অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁরা সবসময় সদা সতর্ক আছেন। জঙ্গলে আগুন না লাগানোর বিষয়ে ধারাবাহিক প্রচার চালানো হচ্ছে। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে এই ধরণের অবাঞ্ছিত ঘটনা ঘটে থাকতে পারে। তবে এদিন মোটামুটি ৫ হেক্টর জঙ্গলে আগুন লেগেছিল বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *