নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: আজ রবিবার থেকে তিনদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি হাওড়া সদর লোকসভা কেন্দ্রে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। রবিবার সকাল দশটায় তিনি হাওড়ায় এসে উপস্থিত হন।সকালে হাওড়ার ‘নক্স রেসিডেন্সি’তে বিভিন্ন সাংগঠনিক মিটিং করবেন তিনি। বিকেলে রামরাজাতলার রাম মন্দির দর্শনে যাবেন। এরপর সন্ধ্যায় তিনি প্রেস মিট করবেন।