আবারও সুন্দরবনে দক্ষিণ রায়ের হামলায় গুরুতর জখম কাঁকড়া শিকারি

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সুন্দরবন :: সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়ে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হলো এক এক কাঁকড়া শিকারিকে । ঘটনাটি ঘটেছে সুন্দরবনের বেণীফেলি জঙ্গল লাগোয়া নদীর খাঁড়িতে l কুলতলি থানার দেউলবাড়ির দেবীপুর গ্রাম বাসিন্দা সৌমিত্র সাফুঁইয়ের নৌকায় তার ভাই লখিন্দর ও প্রতিবেশি ইব্রাহিম শেখ সোমবার সকালে রওনা হয়েছিল কাঁকড়া ধরতে l বিকালে নদীর খাঁড়িতে কাঁকড়া ধরার দোন (চার) ফেলে খাওয়া-দাওয়া করে তারা বিশ্রাম নিচ্ছিলো নৌকাতে ।

সেই সময় আচমকাই জঙ্গল থেকে একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে একেবারে নৌকোয় থাকা লক্ষিন্দরের উপর । দক্ষিণ রায়ের থাবায় রীতিমত জখম হয় সে l চোখের সামনে বাঘের হামলা হতে দেখে বাকি দুইজন নৌকায় থাকা লাঠিসোটা ও বৈঠা নিয়ে বাঘের সামনে প্রতিরোধ গড়ে তোলে । দু – চার ঘা খেয়ে শেষমেষ ভয়ে শিকার ছেড়ে প্রাণ বাঁচাতে জঙ্গলের মধ্যে সে গাঢাকা দেয় l এরপর রক্তাক্ত অবস্থায় লখিন্দরকে উদ্ধার করে রাতেই নিয়ে আসা হয় কুলতলি ব্লক হাসপাতালে l

সেখানে তার প্রাথমিক চিকিৎসা শুরু হলেও , শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় গভীর রাতেই চিকিৎসকরা তাকে স্থানান্তরিত করে দেয় কলকাতার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে l এদিকে ওই দলটি কুলতলি বিট অফিস থেকে বৈধ অনুমতি নিয়ে কাঁকড়া ধরতে গিয়েছিল বলে দাবি করে । অন্যদিকে বাঘের হামলার ঘটনাটি নিষিদ্ধ এলাকায় না অনুমোদনপ্রাপ্ত এলাকায় হয়েছে তা খতিয়ে দেখছে বন বিভাগের কর্তারা l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *