বুধন কর্মকার :: সংবাদপ্রবাহ টিভি ডট কম :: ২৭শে ডিসেম্বর :: কোলকাতা :: বয়স ২১ বছর। স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। আবার রাজনীতির সঙ্গেও যুক্ত। পড়াশোনার মাঝেই নির্বাচন করে পেয়েছেন জয়। এবার হতে যাচ্ছেন পৌর মেয়র। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে ঠাঁই মিলবে ইতিহাসের পাতায়। কারণ, তিনি হবেন দেশটির সর্বকনিষ্ঠ মেয়র। ইতিহাসে নাম লেখাতে যাওয়া এই কলেজ পড়ুয়ার নাম আরিয়া রাজেন্দ্রন। ভারতের দক্ষিণের রাজ্য কেরালের রাজধানী তিরুঅনন্তপুরম পৌরসভার মেয়র হতে যাচ্ছেন তিনি।
আরিয়া রাজেন্দ্রন পড়াশোনা করছেন কেরালার অল সেন্টস কলেজে। তিনি কেরালার ক্ষমতাসীন দলের শাখা এসএফআই নেত্রী। মুদাভানমুগল ওয়ার্ড থেকে তিরুঅনন্তপুরম পৌরসভা ভোটের সিপিএম প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন । কাউন্সিলর হিসেবে প্রথমে নির্বাচিত হন তিনি। বামপন্থী আরিয়া স্থানীয় নির্বাচনে সিপিএমের কনিষ্ঠতম প্রার্থী ছিলেন। তিনি বিপক্ষ দল ইউডিএফ প্রার্থী শ্রীকলাকে ২ হাজার ৮৭২ ভোটে হারিয়ে কাউন্সিলর হয়েছেন। । রাজ্যের ক্ষমতাসীন সিপিএম আরিয়াকে মেয়র হিসেবে বেছে নিয়েছে। শপথ হবে শিগগিরই।