উত্তর ভারতে তীব্র শীতের পূর্বাভাস দিচ্ছে হওয়া অফিস

সংবাদ প্রবাহ টিভি নিউজ ডেস্ক :: ২৭শে ডিসেম্বর :: নয়াদিল্লি :: আবহাওয়া বিভাগের তরফে বলা হয়েছে, আগামী ২৮ ডিসেম্বর থেকে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশ এবং উত্তর রাজস্থানের ওপর দিয়ে তীব্র শৈত্য প্রবাহ শুরু হতে পারে। এর কারণে শীতজনিত বিভিন্ন অসুস্থতা যেমন জ্বর, সর্দি, কাশির মতো সংক্রমণ বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।

আইএমডি’র আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান কুলদীপ শ্রীবাস্তব বলেছেন, আগামী রবি ও সোমবার থেকে তাপমাত্রার পারদ সামান্য বাড়তে পারে। হিমালয়ের উঁচু এলাকায় পশ্চিমা বায়ু প্রভাবে তাপমাত্রা সামান্য বাড়লেও তা হবে ক্ষণস্থায়ী। পশ্চিমা বায়ুপ্রবাহের কারণে জম্মু ও কাশ্মির, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডে তুষারপাত হতে পারবে বলেও জানানো হয়।আইএমডি জানিয়েছে শৈত্য প্রবাহের কারণে উত্তর ভারতের সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে।

আইএমডি’র সতর্কবার্তায় বলা হয়, ‘অ্যালকোহল পান করবেন না। এতে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে। ঘরে থাকুন। তীব্র শীতের প্রভাব মোকাবিলায় ভিটামিন-সি সমৃদ্ধ ফল খান এবং নিয়মিতভাবে ত্বক আদ্র করুন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *