সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কুলপি :: দ্রব্যমূল্য বৃদ্ধি ও ১০০ দিনের কাজের টাকা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার কুলপিতে ধিক্কার মিছিল বের করা হয়। কুলপি ব্লক তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের উদ্দাগে শ্যাম বসুর চক থেকে কুলপি মোড় পর্যন্ত ১১৭ নম্বর জাতীয় সড়কে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয়।কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের নেতৃত্বে এই মিছিলে উপস্থিত ছিলেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার, ব্লক যুব তৃণমূল কংগ্রেস সভাপতি শামসুর আলম মির সহ একাধিক নেতৃত্ব বর্গ। বিগত বেশ কিছু মাস ধরে ১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার রাজ্যকে পাঠাচ্ছে না।
পাশাপাশি প্রতিনিয়ত লাগাম ছাড়া দ্রব্য মূল্য বৃদ্ধি, এই সব বিষয় গুলিকে তুলে ধরে এদিনের এই ধিক্কার মিছিল বলেন জেলা সভাপতি যোগরঞ্জন হালদার। এদিনের এই ধিক্কার মিছিল এ পা মেলান কয়েক হাজার যুব ও মহিলা তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা।
মিছিলে অভিনবত্বের ছোঁয়া কোদাল ও মাটির ঝোড়া নিয়ে মিছিল করে তৃণমূল কর্মী সমর্থকরা।
বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার। তিনি বলেন, বিজেপি সরকার রাজ্য সরকারকে অপদস্ত করার চেষ্টা করছে। পাশাপাশি ধর্মীয় ভাবাবেগকে কাজে লাগিয়ে বারবার জেতার চেষ্টা করছে।
আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না, প্রত্যেকটি আসনে তৃণমূল কংগ্রেসই জিতবে। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল কংগ্রেস, প্রয়োজনে দিল্লিতে ও পৌঁছাতে দ্বিধা করবো না। এমনটাই হুঁশিয়ারি দেয়া হয় এদিনের এই বিক্ষোভ মিছিল থেকে।