কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচকের মনকুট বাঁধ ডাল্লু টোলা এলাকায়। জানা গেছে,মৃত গৃহবধূর নাম মন্দিরা মন্ডল(৩৩)।শনিবার,সন্ধ্যা নাগাদ ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন।মৃতার স্বামী মানিক মন্ডল বর্তমানে কর্মসূএে ভিন্ন রাজ্যে রয়েছেন।শশুর এবং শাশুড়ির সাথেই থাকতেন মন্দিরা।তবে কী কারণে আত্মহত্যা করল তা নিয়ে ধোঁয়াসা।খবর পেয়ে ছুটে যায় মানিকচক থানার পুলিশ।দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে । পুলিশী তদন্ত চলছে ।