এবার বুদ্ধ পূর্নিমা অতি বিরল যোগে – এদিন যমের পুজো করলে দূর হয় অকালমৃত্যুর ভয়!

 ব্যুরো নিউজ :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: ৪,মে :: ৫ মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। এদিন একাধিক শুভ সংযোগ থাকবে।  এই তিথিতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে এটি আবার বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত।

এ বছর বুদ্ধের ২৫৮৫ তম জন্মজয়ন্তী পালিত হবে। আগামীকাল  ৫ মে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বিশ্বের বিভিন্ন দেশে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। বিশেষত মায়ানমার, কম্বোডিয়া, চিন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ইত্যাদি স্থানে বুদ্ধ পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী পালিত হয়। এই তিথিতে দান-পুণ্যের পাশাপাশি একাধিক ধর্মীয় কাজ করা হয়।

৫ মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। এদিন একাধিক শুভ সংযোগ থাকবে। সামনেই বৈশাখ পূর্ণিমা। এই তিথিতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে এটি আবার বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত।

এ বছর বুদ্ধের ২৫৮৫ তম জন্মজয়ন্তী পালিত হবে। চলতি বছর ৫ মে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বিশ্বের বিভিন্ন দেশে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। বিশেষত মায়ানমার, কম্বোডিয়া, চিন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ইত্যাদি স্থানে বুদ্ধ পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী পালিত হয়। এই তিথিতে দান-পুণ্যের পাশাপাশি একাধিক ধর্মীয় কাজ করা হয়।

৫ মে পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। এদিন একাধিক শুভ সংযোগ থাকবে। সামনেই বৈশাখ পূর্ণিমা। এই তিথিতে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল বলে এটি আবার বুদ্ধ পূর্ণিমা নামেও পরিচিত।

এ বছর বুদ্ধের ২৫৮৫ তম জন্মজয়ন্তী পালিত হবে। চলতি বছর ৫ মে বুদ্ধ পূর্ণিমা পালিত হবে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। বিশ্বের বিভিন্ন দেশে বুদ্ধ পূর্ণিমা পালিত হয়। বিশেষত মায়ানমার, কম্বোডিয়া, চিন, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ইত্যাদি স্থানে বুদ্ধ পূর্ণিমার দিনে গৌতম বুদ্ধের জন্মজয়ন্তী পালিত হয়। এই তিথিতে দান-পুণ্যের পাশাপাশি একাধিক ধর্মীয় কাজ করা হয়।

হিন্দু ধর্মে বৈশাখ পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য স্বীকৃত। এই তিথিতে ধর্মরাজের বিশেষ পুজো করা হয়। মনে করা হয় এই তিথিতে নিয়ম মেনে পুজো করলে অকাল মৃত্যুর ভয় দূর হয়। এ বারের বৈশাখ পূর্ণিমা বা বুদ্ধ পূর্ণিমায় একাধিক সংযোগ তৈরি হচ্ছে।

এবারের বুদ্ধ পূর্ণিমা নানান কারণে বিশেষ। এই তিথিতে একাধিক অদ্ভূত সংযোগ তৈরি হচ্ছে। এ দিন রাত ৯টা ৩৭ মিনিট পর্যন্ত স্বাতি যোগ থাকবে, তার পর বিশাখা নক্ষত্রের সূচনা হবে। এই দুই নক্ষত্রকেই অত্যন্ত শুভ মনে করা হয়। আবার রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত সিদ্ধি যোগ থাকবে। জ্যোতিষ শাস্ত্রে সিদ্ধি যোগকে অত্যন্ত শুভ মনে করা হয়। এই সময়ের মধ্যে যে কাজই করা হয়, তা সাফল্য লাভ করে।

অন্য দিকে বুদ্ধ পূর্ণিমায় তৈরি হচ্ছে চতুর্গ্রহী যোগ এই তিথিতে মেষ রাশিতে সূর্য, রাহু, বুধ ও বৃহস্পতি মিলে এই যোগ তৈরি করবে। মিথুনে হবে মঙ্গল ও শুক্রের যুতি। তুলা রাশিতে চন্দ্র ও কেতুর যুতি হবে। কুম্ভে বিরাজ করবে শনি।

এই বৈশাখ পূর্ণিমায় আবার বছরের প্রথম চন্দ্রগ্রহণ পালিত হবে। ৫ মে রাত ৮টা ৪৪ মিনিট থেকে মাঝরাত ১টা ০২ মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ হবে।(সংগৃহিত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *