নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: বার্ধমান :: বৃহস্পতিবার ১৫,জানুয়ারি :: SIR এর নামে হেয়ারিং এ ডেকে সাধারণ মানুষদের হেনস্থা করা হচ্ছে, এমনই অভিযোগ তুলে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের শ্রীরামপুরের বিডিও অফিসের সামনে আগুন জ্বেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ।
সেই পথ অবরোধে সামিল হতে দেখা যায় বেশ কয়েকজন অসুস্থ মানুষকেও। যাদের মধ্যে একজন আশি বছরের বৃদ্ধা, এক প্রতিবন্ধী ব্যক্তিও এদিন এই অবরোধে সামিল হয়েছিলেন। অবরোধকারীদের বক্তব্য আমাদের ফালতু সমস্ত কারণ দেখিয়ে হেয়ারিং এ ডাকা হয়েছে,
আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তাদেরকেই বিশেষ করে এই হেয়ারিং এ ডাকা হচ্ছে আর সেই কারণেই পথ অবরোধে সামিল হয়েছি, পথ অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

