সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মহেশতলা :: সুদেষ্ণা মন্ডল , মহেশতলা :- করোনা আবহের মধ্যে নির্বিঘ্নে সম্পন্ন হলো ডায়মন্ডহারবার এমপি কাপ। মহেশতলা বাটা স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হয়। এমপি কাপের ফাইনালে মুখোমুখি হয় ডায়মন্ড হারবার বিধানসভা ও বজবজ বিধানসভা। চূড়ান্ত পর্যায়ের খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশতলা বিধানসভার বিধায়ক দুলাল দাস, ফলতা বিধানসভার বিধায়ক শংকর নস্কর, বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক দিলীপ মন্ডল বাবুল সুপ্রিয় সহ একাধিক তৃণমূলের শীর্ষস্থানীয় নেতৃত্ব।
ডায়মন্ড হারবার এমপি কাপ শুরু হয়েছিল ১০ ডিসেম্বর আজ চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হয়। চূড়ান্ত পর্যায়ের এই খেলায় ডায়মন্ড হারবার বিধানসভাকে হারিয়ে জয়লাভ করেন বজবজ বিধানসভা।
এই খেলার মূল আকর্ষণ ছিল ডায়মন্ড হারবার বিধানসভার হয়ে মাঠে খেলতে নামেন কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া। অন্যদিকে বজ বজ বিধানসভার হয়ে মাঠে নামেন ইস্টবেঙ্গলের কিংবদন্তি ফুটবলার অ্যালভিটো । খেলা সমাপ্তির পর বজবজ বিধানসভা খেলোয়াড়দেরকে সুদৃশ্য ট্রফি তুলে দেয় ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
চূড়ান্ত পর্যায়ের খেলা শেষে দর্শকদের মনোরঞ্জনের জন্য মঞ্চে বিখ্যাত সঙ্গীত শিল্পী শান, আকৃতি কাক্কার, বাবুল সুপ্রিয় সঙ্গীত পরিবেশন করেন। এমপি কাপে উন্মাদনা শীতের রাতেও দর্শকদের মধ্যে উষ্ণতার ছোঁয়া দিয়ে যায়।