নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: কলকাতা মহানগরীকে টেক্কা দিতে এবার প্রস্তুত দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রত্যন্ত এলাকার কাকদ্বীপ। কলকাতার পাশাপাশি জন জোয়ারে ভাসছে কাকদ্বীপ শহর। সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ এলাকার অন্যতম শহর হলো কাকদ্বীপ। শহরতলীর পুজোকে টেক্কা দিতে এবার কাকদ্বীপের অমৃতায়ন সংঘের ভাবনা খের ওয়াল উপজাতি জীবনযাত্রা।
কাকদ্বীপের অমৃতায়ন সংঘ এবছর ৩৬ তম বর্ষে পদার্পণ করেছে। পঞ্চমীর সন্ধ্যা থেকে জনজোয়ারে ভাসছে কাকদ্বীপ শহর। মন্ডপে ফুটে উঠছে খের ওয়াল উপজাতি জীবনযাত্রা নানান চিত্র। ক্লাবের সদস্য জানান করোনা মহামারীদের দু’বছর তেমনভাবে দর্শনার্থী আসেনি কাকদ্বীপ শহরে এবার পরিস্থিতি স্বাভাবিক হতেই উপছে পড়বে ভিড়। এমনটাই আশা করছি আমরা।
অন্যদিকে কাকদ্বীপের অন্যতম সেরা লড়াই পিছিয়ে নেই কাকদ্বীপ সুভাষ নগরের বিধান সংঘ। এবছরের ভাবনা রূপসী বাংলা। কাকদ্বীপ বিধান সংঘ এবছরে ২৬ তম বর্ষে পদার্পণ করেছে। পূজোর বাজেট আনুমানিক ছয় লক্ষ টাকা ।।
মন্ডপ তৈরি হয়েছে বিভিন্ন রকম গাছের ডাল পাতা ও গ্রাম বাংলায় ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে। থিমের সঙ্গে সাবেকিয়ানার ছোঁয়া কার্যত মন জয় করে নিচ্ছে দর্শনার্থীদের। পূজোর দিনগুলিতে ভিড় উপচে পড়বে এমনটাই আশা করছে পুজো উদ্যোক্তারা।