নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কান্দি :: বৃহস্পতিবার নির্বাচনী প্রচার এসে পদযাত্রা করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং কান্দিতে। এদিন কান্দি শহরের কালিবাড়ি রোড থেকে শুরু করে কান্দির রাধাসাগর পার হয়ে বাণী সংঘ মাঠের ভিতর দিয়ে নতুনপাড়া হয়ে রহিনি ক্লাবের মোড় পর্যন্ত পদযাত্রা করেন বিজেপি সাংসদ অর্জুন সিং।
এদিনের এই পদযাত্রায় বিজেপি সাংসদ অর্জুন সিং ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার, বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য মাফুজা খাতুন, বিজেপি দক্ষিণ মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি শাখারভ সরকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।
বৃহস্পতিবার কান্দিতে নির্বাচনী প্রচার সারতে এসে বিজেপি সাংসদ অর্জুন সিং সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসন্ন পৌর নির্বাচনে কান্দি পৌরসভার দখল করার ডাক দেন।