কাস্ট সার্টিফিকেট নিয়ে চলছে দুর্নীতি – সমস্যায় মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত কয়েকশো ছাত্র-ছাত্রী।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সঠিক ভাবে কাজ করছে না প্রশাসনিক কর্তারা। ফলে সমস্যায় পড়তে হয়েছে ছাত্র-ছাত্রীদের। কাস্ট সার্টিফিকেট পাচ্ছে না তপশিলি জাতি উপ-জাতি সম্প্রদায়ের ছাত্র-ছাত্রীরা। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। দালাল চক্রের দিকে অভিযোগ বিজেপির।অন্যদিকে আধিকারিক অনিয়মে জড়িত থাকলে কোন রেয়াত করা হবে না সাফাই তৃণমূল নেতৃত্বের কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি জেলা শাসকের।দীর্ঘদিন ধরে আবেদন করেও মিলছে না এসসি, এসটি, ওবিসি কাস্ট সার্টিফিকেট। ফলে সমস্যায় পড়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত কয়েকশো ছাত্র-ছাত্রী।

ইতিমধ্যেই অনলাইন এবং দুয়ারের সরকার প্রকল্পের মাধ্যমে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু বছর গড়িয়ে গেল এখনও পর্যন্ত কাস্ট সার্টিফিকেট হাতে পায়নি এলাকার প্রচুর ছাত্র-ছাত্রী।

ফলে কন্যাশ্রী সহ একাধিক স্কলারশিপ এবং ছাত্র-ছাত্রীদের জন্য থাকা সরকারি প্রকল্প গুলোর সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার প্রচুর ছেলে-মেয়ে।

এমনকি জাতিগত প্রশংসাপত্র না থাকার কারণে পছন্দের কলেজ বিশ্ববিদ্যালয় মেধা তালিকাতেও আসতে পারছেন না। এই নিয়ে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার আধিকারিকের দপ্তরের গেলে জুটছে দুর্ব্যবহার তার সঙ্গে গলাধাক্কা। অভিযোগ ওই দপ্তরের আধিকারিক তার দপ্তরে অনিয়মিত আসেন। এলাকা ছাত্র-ছাত্রীরা সমস্যা নিয়ে কথা বলতে গেলে জোটে দুর্ব্যবহার।এই নিয়ে একাধিক অভিযোগ পত্র জমা পড়েছে। কিন্তু কোন সদুত্তর পাওয়া যায়নি ব্লক প্রশাসনের পক্ষ থেকে। এবারে তাই এই সমস্যার সমাধান চেয়ে সরব হলেন এলাকার অভিভাবকরা।

এদিকে ওই দপ্তরে কাস্ট সার্টিফিকেট নিয়ে আর্থিক লেনদেনের অভিযোগ তুলেছেন এলাকার বিজেপি নেতৃত্ব। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =