কুড়মি সমাজের লাগাতার আন্দোলন ও রেল অবরোধের ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়া জেলার রেল পরিষেবায়।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: ৭ই,এপ্রিল :: কুড়মি সমাজের লাগাতার আন্দোলন ও রেল অবরোধের ব্যাপক প্রভাব পড়লো বাঁকুড়া জেলার রেল পরিষেবায়। বুধবার সকাল থেকে ঐ অবরোধের জেরে খড়্গপুর-আদ্রা শাখায় একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছিল, শুক্রবারও সেই ঘটনা অব্যাহত থাকলো।

এদিন নতুন করে খড়্গপুর-হাটিয়া ১৮০৩৫, খড়্গুর-রাঁচি ১৮০৮৫, পুরুলিয়া-হাওড়া সুপার ফাস্ট ১২৮২৮, ১২৮৮৩ রুপসী বাংলা এক্সপ্রেস, ১৮০১২/১৪ হাওড়া-চক্রধরপুর ট্রেন বাতিল হয়েছে। এদিন পুরুলিয়া- হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস পুরুলিয়ার বদলে আদ্রা থেকে হাওড়ার উদ্যেশ্যে রওনা দেয়। বাতিল হয়েছে খড়গপুর-হাটিয়া এক্সপ্রেস।

এই ধরণের একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল ঘোষণা করায় যাত্রীদের একটা অংশ স্টেশনে এসেও ট্রেন না পেয়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন। সব থেকে বেশী সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 1 =