কৃষ্ণ ও কীর্তনের খোঁজে চুঁচুড়া থানায় অবস্থান দুই পরিবার সহ প্রতিবেশীদের।

নিজস্ব সংবাদদাতা ::  ব্যান্ডেল :: সংবাদ প্রবাহ ::  কৃষ্ণ ও কীর্তনের খোঁজে থানায় অবস্থান দুই পরিবার সহ প্রতিবেশীর। গত ৩০ জুন থেকে নিখোঁজ হুগলির ব্যান্ডেলের সাহাগঞ্জ ডানলপ এলাকার দুই বন্ধু কৃষ্ণ মিশ্র ও কীর্তন প্রসাদ গুপ্ত। দুজনেই এবছর দুটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে। গত ৩০ জুন স্থানীয় মাঠে খেলার নাম করে বাড়ি থেকে বের হয় দুই বন্ধু। তারপর থেকে আর ঘরে ফেরেনি তারা। এরপর থেকে বহু খোঁজাখুজি হয়েছে। চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের হয়েছে কিন্তু তাদের কোন খোঁজ পাওয়া যায়নি। পুলিশ তদন্তে নেমে ব্যান্ডেল স্টেশনের সিসিটিভি ফুটেজে নিখোঁজের দিন দুপুর ব্যান্ডেল থেকে ৩টে ৩৫এর ডাউন হাওড়া লোকালে দুজনকে চাপতে দেখে।

সেই ট্রেন থেকেই হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে কৃষ্ণ ও কীর্তনকে নামতে দেখে। কিন্তু তারপর পুলিশ আর বছর ১৬-র দুই কিশোরের কোন খোঁজ পায়নি। টানা ১৬ দিন হয়ে গেলেও কোন খোঁজ না মেলায় এদিন চুঁচুড়া থানার সামনে অবস্থান শুরু করে দুই বন্ধুর পরিবার সহ প্রতিবেশীরা। শনিবার চুঁচুড়ার ঘড়ির মোড় থেকে তারা মিছিল করে থানায় এসে উপস্থিত হন। সেখানে কৃষ্ণ ও কীর্তনের ছবি সহ দুজনকে খুঁজে দেওয়ার অনুরোধে সম্বলিত পোষ্টার হাতে অবস্থান শুরু করে। এদিন চুঁচুড়া থানায় আসেন এসিপি সদর মৌমিতা দাস ঘোষ। দুই কিশোরের বাবা-মায়ের সাথে এসিপি সদর আলোচনায় বসেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *