নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া: :: রবিবার ২৮,মে :: ঘর থেকে উদ্ধার হল এস আই এর ঝুলন্ত মৃতদেহ। ইতিমধ্যেই পুলিশ কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে নাকাশিপাড়া থানায়। মৃত পুলিশ কর্মীর নাম গৌর গোপাল গঙ্গোপাধ্যায়। তিনি কৃষ্ণনগর পুলিশ জেলার নাকাশিপাড়া থানার এসআই ছিলেন।শনিবার ডিউটি সেরে ঘরে ফেরেন আজ সকালে ।
একাধিকবার ফোন করলেও তার সাথে যোগাযোগ করা যায়নি। এরপর তাকে খুঁজতে ঘরে যায় অন্যান পুলিশ কর্মী। দীর্ঘ ডাকাডাকির পরেও তার কোনো সাড়াশব্দ না মেলায় গ্যাস কাটার দিয়ে দরজা খোলা হয়। দরজা খুলেই গৌর গোপাল বাবুর ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে।
সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।মৃত্যুর আগে একটি সুইসাইড নোট লিখে আত্মঘাতী হয়েছেন তিনি। তবে সূত্রের খবর সুইসাইড নোটে স্থানীয় এক আইনজীবী এবং নাকাশিপাড়া থানার আইসি নাম লেখা ছিল বলে জানা যাচ্ছে।
পুলিশ কর্মীর মৃত্যু নিয়ে শুরু হয়েছে তদন্ত। তবে বিশ্বস্ত সূত্র খবর, কোনও আসামীকে গ্রেপ্তার নিয়ে গৌর গোপাল বাবুর ওপর চাপ আসছিল। সেই ঘটনার জেরেই আত্মহত্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কৃশানু রায় জানিয়েছেন, আত্মঘাতী হয়েছে এফএসআই।তবে কি কারনে আত্মহত্যা করলেন তার তদন্ত শুরু হয়েছে। তবে সুইসাইড নোটে কার নাম লেখা সে ব্যাপারে কিছু জানান নি অতিরিক্ত পুলিশ সুপার।