চাঁচল মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমূলের টোটো চালক ও সংগঠনের নেতা কর্মীরা।

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: চাঁচল,১৭ ফেব্রুয়ারি: চাঁচল মহকুমা পরিবহন দফতরের আধিকারিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে চাঁচল মহকুমা শাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান তৃণমুল কংগ্রেসের শ্রমিক সংগঠনের টোটো চালক ও সংগঠনের নেতা কর্মীরা।

এদিন ওই দফতরের তুমুল বিক্ষোভ দেখান টোটো চালকেরা। দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানোর পর মহকুমা পরিবহন দফতরের আধিকারিক সুভাষ বর্মনের সাথে আলোচনায় বসেন তারা।

টোটো চালকদের অভিযোগ, আমাদের কে হয়রানির শিকার হতে হচ্ছে। পরিবহন দপ্তরের আধিকারিকেরা আমাদের গরিব টোটো চালক দের আটক করে নিয়ে এসে পাঁচ হাজার টাকা জরিমানা করছেন। আমরা এই মোটা অঙ্কের ফাইন কি ভাবে মেটাবো। আমরা দিন আনি দিন খাই। আমাদের উপরে এই জরিমানা কেন করা হচ্ছে?

আমাদের রেজিস্ট্রেশন করে দেওয়া হোক। আমাদের কাছ থেকে এরকম মোটা অঙ্কের জরিমানা নেওয়া বন্ধ করতে হবে এই দাবিতে আমরা আজ বিক্ষোভ দেখাচ্ছি।

যদিও এই বিষয় নিয়ে চাঁচোল মহাকুমা পরিবহন দপ্তরের সুভাষ বর্মনকে ধরা হলে তিনি সাংবাদিকদের ক্যামেরার সামনে কিছু না বললেও মৌখিকভাবে জানিয়েছেন যে সরকারি নিয়ম মেনে এই জরিমানা করা হচ্ছে। আমরা তাদের কাছ থেকে যেমন ফাইন নিচ্ছি যেমন তাদের ভাউচার ও দেওয়া হচ্ছে। এ সমস্ত অভিযোগ করা হচ্ছে তা একেবারে মিথ্যা এবং ভিত্তিহীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one + 12 =