জীবন যুদ্ধে জয় ! ফিরলেন আলমিনে মাঝি! নিখোঁজ আরও ৫ মৎস্যজীবি

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: খেজুরি :: রাখে হরি মারে কে ! ভয়াবহ ট্রলারডুবির ঘটনায় অবশেষে মাঝিকে উদ্ধার করলো পুলিশ। শনিবার বিকাল ৫ টা নাগাদ খেজুরিতে কলাগেছিয়াতে সাঁতারা কেটে পারে ওঠে মাঝি। স্থানীয় মৎস্যজীবীরা উদ্ধার করে খেজুরি শিলাবেড়িয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করেন।

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা চলছে ওই মাঝির ৷এরপর পরিবারের লোকেরা শনাক্ত করেন। উদ্ধার হওয়ার মাঝি সেক ইকবাল। তার বাড়ী দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সাগর এলাকায় ।

যদিও আরও এক মৎস্যজীবি দেহ সমুদ্রে ভাসছে। আবহাওয়া খারাপ জন্য সমুদ্র উত্তাল। দেহ ভাসলেও উদ্ধার করা সম্ভব হয়ে উঠেনি।

শনিবার বিকেলে ট্রলারের করে ঘটনাস্থল পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, কাঁথির মহকুমাশাসক আদিত্য বিক্রম মোহন ইরানি, বিডিও শুভজিৎ জানা সহ আধিকারিকরা। যদিও এখনোও পর্ষন্ত ৫ জন মৎস্যজীবি কোথাও সন্ধান পাওয়া যায়নি।

পরিদর্শনের পর পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাঝি বলেন ” ট্রলারের ১২ জনের মধ্যে শুক্রবার পাঁচজনের মধ্যে তিনজনকে জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। শনিবার ট্রলারের মাঝিকে উদ্ধার হয়েছে।

খেজুরি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রত্যেকের ব্লক নির্দেশ দেওয়া হয়েছে। ছোটো নৌকা করে তল্লাশি শুরু করা হয়েছে “।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =