নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার সকালে মহালয়ার দিন বাবুঘাটে তর্পণ করেছিলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ছবিতে মালা দিয়ে বিজেপির রাজনৈতিক মৃত্যু ঘটেছে বলে দাবি করে তর্পণ করেছিলেন মদন। এই নিয়ে শুরু হয় বিতর্ক।
পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে মদন মিত্রর বিরুদ্ধে হাওড়ার বালি থানায় অভিযোগ দায়ের করে বিজেপি। সোমবার সন্ধ্যায় এই নিয়ে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “মদন মিত্র যদি এটা করে থাকে যদিও আমি জানিনা, যদি করে থাকে তাহলে উনি অন্যায় করেছেন।
তার কারণ রাজনৈতিকভাবে দিলীপ ঘোষের সঙ্গে বা শুভেন্দু অধিকারীর সঙ্গে আমাদের রাজনৈতিক মতপার্থক্য রয়েছে। কিন্তু তাঁদের সবার দীর্ঘজীবন কামনা করি। জীবিত মানুষের নামে তো কখনও তর্পণ হয়না। এটা নিয়ে যদি কেউ খেলা করে থাকে তাহলে অন্যায় করেছে। আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধরনের ছ্যাবলামো সমর্থন করি না।”