ডোনাল্ড ট্রাম্পের উস্কানিতে ক্যাপিটালের হামলায় ভারতীয় তিরঙ্গা কেন ? এই অপমানের স্পর্ধা কার খুঁজে বের করুক মোদী সরকার

আনন্দ মুখোপাধ্যায় :: সংবাদপ্রবাহ টিভি ডট কম :: ৮ই জানুয়ারি :: কোলকাতা :: বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নেয় ক্যাপিটল বিল্ডিং চত্বর। বিক্ষোভের মাঝেই কেউ একজন ভারতের জাতীয় পতাকা হাতে হাজির হন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, আমেরিকার পতাকার পাশাপাশি রীতিমতো উড়ছে তিরঙ্গাও।

ভারতীয়রা সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে তীব্র ক্ষোভপ্রকাশ করেন। কেউ প্রশ্ন করেন, ‘‌‘‌আমেরিকার বিক্ষোভেও ভারতের তিরঙ্গা কেন দেখা যাচ্ছে?‌’‌’‌ কেউ আবার লেখেন, ‘‌‘‌ওখানে আমাদের জাতীয় পতাকার উপস্থিতি একদমই মানা যায় না।’‌’‌ বিজেপি সাংসদ বরুণ গান্ধীর প্রশ্ন, ‘‘‌‌ওখানে ভারতীয় পতাকা কেন?‌ এই যুদ্ধে আমাদের অংশগ্রহণের দরকার নেই।’‌’‌ কমেডিয়ান বীর দাস আবার মজার ছলে লেখেন, ‘‌‘ওই ভিড়ের মধ্যে যিনি পতাকা ওড়াচ্ছেন, তাঁকে বলছি, কোনও জায়গায় ভিড় মানেই সেটা ক্রিকেট ম্যাচ নয়।’‌’‌

আপনাদের জন্য আমরা সেই ভাইরাল ভিডিওটি ওপরে দিয়েছি । আপনারা দেখুন । আমাদের প্রশ্ন ওখানে ভারতীয় জাতীয় পতাকা নিয়ে গিয়ে আমাদের হৃদয়ের মানিক জাতীয় পতাকাকে অপমান করেছে কোনো ভারতীয় । সে বা তারা কে ? আমাদের অনুরোধ কেন্দ্রের মোদী সরকার এই অপরাধী বা অপরাধীদের খুঁজে বের করুক এবং যেহেতু ভারত মার্কিন প্রত্যার্পণ চুক্তি আছে তাই ঐসব দেশদ্রোহীকে ভারত সরকারের হাতে তুলে দিক ।

আমাদের প্রধানমন্ত্রী তাঁর আমেরিকা সফরের সময় ট্রাম্পের সমর্থনে হাউডি মোদী অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন “অবকি বার – ট্রাম্প সরকার “। হয়তো কোনো লুকিয়ে থাকা ভারতীয় দেশদ্রোহী তাতে অনুপ্রানিত হয়েও থাকতে পারেন । প্রিয় প্রধানমন্ত্রীকে আমাদের অনুরোধ আপনার সময়ে ভারত মার্কিন সম্পর্ক অনেক উন্নত হয়েছে । আপনি আপনার প্রভাব খাটিয়ে দেশে ফিরিয়ে আনুন ওই দেশদ্রোহীদের আর ভারতীয় সংবিধান মতে তাদের শাস্তি দিন । আপনার দিকে তাকিয়ে আছে দেশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *