নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে সুকান্ত মজুমদারের। তিনি বলেন আমাদের কর্মীদের গায়ে হাত দিয়ে যদি ভাবেন বেঁচে যাবেন তবে ভুল। আজ না হয় কাল আপনাদের কিভাবে ট্রিটমেন্ট করতে হয় তার ব্যবস্থা করব।
মঙ্গলবার দুপুরে বারাসাতের মিলনী মাঠে এক রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত বলেন “মুখ্যমন্ত্রী বলেছেন খেলা হবে। আমিও বলছি খেলা হবে, তবে “ইভেন প্লেয়িং গ্রাউন্ডে” সমতলে খেলা হবে। আপনাদের যে বোরখা আছে সেই বোরখার আড়াল সরিয়ে দিন দেখা যাবে আপনারা কত খেলতে পারেন।
আপনাদের অনেক গুন্ডামি দেখেছি, তোলাবাজি দেখেছি। এখনো সময় আছে সংযত হন। না হলে তৃণমূলের নেতারা যখন রাস্তা দিয়ে বেরোবে তখন গায়ে থুথু দেবে, না হলে জুতো ছুড়ে মারবে।”
রাজ্যে ফের পরিবর্তনের ডাক দিয়ে সুকান্ত বলেন ২০২৬ সাল আসার আগেই এই সরকারকে গঙ্গার জলে বিসর্জন দিতে হবে। তবেই আপনাদের মনবাঞ্ছা পূর্ণ হবে। এই সরকার আর বেশি দিন চলতে পারে না কারণ এমন একদিন আসবে যখন আলিপুর সেন্ট্রাল জেলে এই সরকারের ক্যাবিনেট মিটিং করতে হবে।”
তৃণমূলকে কটাক্ষ করে রাজ্য সভাপতি বলেন “আমরা যেখানে স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রালি করছি সেখানে এই রাজ্য সরকার চোরদের বাঁচানোর জন্য রালি করছে।” তিনি আরো বলেন “আমাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে গিয়ে আবদার করছেন পাঁঠার মাংস খাবে। জেলের খাবারে তার মন ভরছে না। তাই আমরা কেষ্ট পাঠাকে জেলে পাঠালাম। এবার মন ভরে খা।”