তৃনমূলের দলীয় কার্যালয়ের সামনে রবীন্দ্র নাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ ।

সুদেষ্ণা মন্ডল  :: ডায়মন্ডহারবার :: সংবাদ প্রবাহ :: মঙ্গলবার ২৩,মে :: রাজ্যের প্রতি কেন্দ্রীয় সরকারের আমলে প্রতিহিংসা মূলক আক্রমণ, বৈমাত্রিক সুলভ মনোভাব ও আর্থিক বঞ্চনার প্রতিবাদে ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে সরিষা ২৪৬ মোড় তৃনমূলের দলীয় কার্যালয়ের সামনে রবীন্দ্র নাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের মূর্তির পাদদেশে শিক্ষক-শিক্ষিকাদের অবস্থান বিক্ষোভ ।

মঙ্গলবার সকালে এই অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে প্রথমে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করে কর্মসূচি শুরু হয়। এদিনের কর্মসূচিতে বিশেষ ভাবে উপস্থিত ছিলেন ছিলেন ডায়মন্ডহারবার দু-নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি অরুময় গায়েন । এছাড়া ছিলেন যাদবপুর ও ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার মহিলা সভানেত্রী মনমহিনী বিশ্বাস,বিশিষ্ট শিক্ষক নেতা শশাঙ্ক পুর্কাইত,হাসিবুল মোল্লা, অরিন্দম ঘোষ, সহ আরো অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *