সুব্রত বাউরী :: সংবাদ প্রবাহ :: জামুড়িয়া :: শনিবার জামুড়িয়া থানার তপসি পেট্রোল পাম্পের কাছে চঞ্চল কেভাদা নামে এক শিশু স্কুলের ব্যাগ ঝুলিয়ে ঘোরাফেরা করছিল। স্থানীয় তৃনমূল কর্মীরা এই শিশুটিকে দেখতে পেয়ে তৃণমূল নেতা রাজু মুখার্জিকে খবর দেন।রাজু মুখার্জির মতে, শিশুটিকে তপসী অঞ্চল তৃনমূল কার্যালয়ে নিয়ে এসে খাওয়ানোর ব্যাবস্থা করা হয় এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে, সে কোথায় থাকে। শিশুটি জানান সে এখানে একজন ব্যক্তির সাথে এসেছিল, যদিও তাকে কে এখানে নিয়ে এসেছে সে সম্পর্কে তিনি কিছুই বলতে পারেননি।
স্থানীয় নেতা রাজু মুখার্জি রানিগঞ্জের কাউন্সেলর জ্যোতি সিংহের সাথে যোগাযোগ করেন এবং এই বিষয়ে জ্যোতি সিংকে তৎক্ষণাৎ তথ্য দেন ।খবর পেয়ে সবাই ওই এলাকার দলীয় কার্যালয়ে পৌঁছে এবং উপস্থিত তৃণমূল কর্মীরা পুরো ঘটনা সম্পর্কে অবগত হন।এরপর আমড়াসোতার সঙ্গে যোগাযোগ করা হয়। রাজু মুখার্জির নির্দেশে আমড়াসোতা ফান্ডিতে পৌঁছেছিল। অবশেষে পুলিশের উপস্থিতিতে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চঞ্চলের বাবা শুভজিৎ কেভাদা জানান যে তার বাড়ির কাছে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে যেখানে সে পড়াশোনা চঞ্চল এবং সে তার স্কুল থেকে নিখোঁজ হয়েছিল। তিনি বিষয়টি পুলিশকে জানিয়েছিলেন। কিন্তু ততক্ষণে তৃনমূল কর্মীরা শিশুটিকে খুঁজে পেয়ে যায়।