দিঘায় তীব্র জলোচ্ছ্বাস ! গার্ড ওয়ালের পাশে সৈকত সরণীতে বসেই সমুদ্রস্নানের মজা নিচ্ছেন পর্যটকেরা

নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: দীঘা :: বঙ্গোপসাগরের ঘনীভূত নিম্নচাপের জেরে সৈকত নগরীর দিঘার জলোচ্ছ্বাস তীব্র আকার ধারণ করলো। বুধবার সকাল থেকে সৈকত নগরী দিঘা, মন্দারমনি ও তাজপুর সহ বিভিন্ন উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস লক্ষ করা যায়। বেড়াতে আসে পর্যটকেরা সমুদ্রে নেমে স্নান করতে পারছেন না।এত টাই জল্লোচ্ছাস গার্ড ওয়াল টপকে সৈকত সরণীতে চলে আসছে জল। সেখানেই বসে বসে স্নান করেই মজা নিচ্ছেন বেড়াতে আসা পর্যটকরা। কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়ান রয়েছে জেলা প্রশাসন৷ পুলিশের পক্ষ থেকে পর্যটকদের মাইকিং করে সতর্ক করা হচ্ছে৷ পাশাপাশি গার্ড ওয়াল দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে।

দিঘা থানার ওসি বুদ্ধদেব মাল বলেন ” দিঘার জলোচ্ছ্বাসের কারণে কোন পর্যটকদের সমুদ্রে স্নান করতে দেওয়া হচ্ছে না৷ সমুদ্রে সী বীচে কড়া নজরদারি চালানো হচ্ছে। মাইকিং করে সতর্ক করা হচ্ছে “।

জেলা প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন ব্যবস্থা বন্দোবস্ত করা হয়েছে। পুরো পরিস্থিতি উপর নজর রাখছেন জেলা প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক থেকে কর্তাব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *