দীর্ঘ বারো বছর পর দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম কর্মী সমর্থকেরা।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালী :: রবিবার ১০,মার্চ :: দীর্ঘ বারো বছর পর দখল হওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করল সিপিআইএম কর্মী সমর্থকেরা। সন্দেশখালি দু’নম্বর ব্লকের কোড়াকাটি অঞ্চলের ধুচনিখালি বাজারের ঘটনা।

সিপিআইএমের অভিযোগ, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরই ওই এলাকায় একটি তাদের পার্টি অফিস দখল করে নিয়ে সেখানে নিজেদের পতাকা লাগায়। সিপিআইএমের দলীয় পতাকা, ফেস্টুন সরিয়ে ফেলা হয়।কয়েকজন দলীয় নেতা,কর্মীকে মারধরও করা হয় বলে অভিযোগ।

অবশেষে নিজেদের দলীয় ঝান্ডা ঝুলিয়ে দখল হয়ে যাওয়া পার্টি অফিস পুনরুদ্ধার করে সিপিআইএম।
সন্দেশখালি প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদার বলেন,”দলীয় কার্যালয়টি তৃণমূল কংগ্রেস দখল করে রেখেছিল”। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ভয়ে আমারা এতদিন সরব হতে পারেনি আজ আমাদের ছেলেরা নিজেদের বাড়ি ফিরে পেয়েছে।

এ পার্টি অফিসে এসে গরিব মানুষেরা তাদের নিজেদের সুখ-দুঃখের কথা জানাবে। এদিন সিপিআইএম নেতা পলাশ দাশ দলীয় পতাকা উত্তোলন করে উদ্ধার হওয়া পার্টি অফিসের সূচনা করেন। উপস্থিত ছিলেন কোড়াকাটি অঞ্চলের প্রাক্তন প্রধান সত্যেন্দ্রনাথ গায়েন, ডি ওয়াই এফ আই এর ছাত্রনেতা কারিবুল্লা মোল্লা সহ একাধিক স্থানীয় নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 15 =