নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: কাঁকসায় ধর্ষণের ঘটনায় নির্যাতিতা নাবালিকাকে তারই আত্মীয় শেখ আব্দুর রহিম নামের এক ব্যক্তি ধর্ষণ করে।অভিযুক্ত ব্যাক্তি তাকে বাড়িতে না জানানোর জন্য হুমকি দেওয়া দিচ্ছিল ।নির্যাতিতার পরিবার চিকিৎসার জন্য এবং ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার রাতে নিয়ে আসা হল দুর্গাপুর মহকুমা হাসপাতালে।নাবালিকার পরিবার জানিয়েছে গত দুদিন আগে নাবালিকাকে তারই আত্মীয় শেখ আব্দুর রহিম নামের এক ব্যক্তি ধর্ষণ করে।
নির্যাতিতা নাবালিকা শুক্রবার অসুস্থ বোধ করলে তাকে পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ধর্ষণের ঘটনার কথা পরিবারকে জানায়। এরপরই নির্যাতিতার পরিবার কাঁকসা থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ ।
পাশাপাশি নির্যাতিতা নাবালিকার ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার রাতে তাকে মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য এবং ডাক্তারি পরীক্ষার জন্য ।