নিশীথ প্রামাণিক কে কটাক্ষ করে মমতার উক্তি ” কচি হোম মিনিস্টার “।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দিনহাটা :: শনিবার ১৩,এপ্রিল :: নির্বাচনী প্রচারে ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দিনহাটার সংহতি ময়দানে জনসভা থেকে নাম না করে তৃণমূল সুপ্রিমো বিঁধলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিককে। বললেন, ‘কচি হোম মিনিস্টার’।

এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর আরও সংযোজন, ‘তোমার প্রার্থী গুন্ডা। আমাদের বাসুনিয়া সাহেব নিপাট ভদ্র লোক। আর বিজেপি প্রার্থী দিয়েছে কাকে? দানব দস্যু। কত কেস আছে তাঁর বিরুদ্ধে। বিএসএফ, পুলিশের একাংশ, আর চোরা কারবারিদের সঙ্গে সম্পর্ক রেখে বোমাবাজি করেন।

শীতলকুচিতে পুলিশকে দিয়ে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছিল। এর মদতে গরুপাচার, আর্থিক তছরুপের অভিযোগ। এর বিরুদ্ধে কোনও অভিযোগ নেই। তিনি যে কচি হোম মিনিস্টার।’

পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে উদ্দেশ করে বলেন, ‘উদয়নকে বলব, বি কুল। ঠান্ডা মাথায় নির্বাচন করতে হবে। ও (নিশীথ প্রামাণিক) তোমাকে গণ্ডগোলে জড়িয়ে ভোট করিয়ে নেব। ভুলেও সেটা করতে দিও না। আগে থেকে নিজেকে তৈরি রাখো। শান্তি বজায় রাখো।’

‘ভিক্ষা চাইলে জনতার থেকে চাইব। দিল্লির কাছে হাত পাতব না। কারণ মোদির গ্যারান্টির কোনও ভরসা নেই।’ দিনহাটার মাটিতে দাঁড়িয়ে এমনটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মমতা বলেন, ‘আমি আপনাদের ঘরের লোক। ডাকলেই পাবেন। না ডাকলেও পাবেন।’

বিজেপির ‘এই বার ৪০০ পার’ স্লোগানকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘৪০০ পার কেন? ৪২০ পার করো। তবে না কেন্দ্রে ৪২০-র সরকার তৈরি হবে।’ মমতার কথায়, ‘মোদি পাঁচটা চা বাগান খুলবে বলেছিল দু’টোও খুলতে পারেনি। আমার সরকার ৫৯টা চা বাগান বানিয়েছে।’

‘‘বালুরঘাটের নাম বলছে বেলুরঘাট। উনি বড় স্বরাষ্ট্রমন্ত্রী। জায়গার নামটুকুও জানেন না। এসে বলছেন, ‘উলটে ঝুলিয়ে রেখে দেব।’ স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে এ কথা শোভা পায়?’’ শুক্রবার কোচবিহারের দিনহাটার সংহতি ময়দানে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র মন্তব্যের জবাবে এমনটা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *