সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ক্যানিং :: নৃশংস খুনের ঘটনার পর কেটে গিয়েছে ২৪ ঘন্টা। এখনো পর্যন্ত কোন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। ইতিমধ্যে দেহ গুলিকে ময়না তদন্ত এর পর পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ২১ জুলাইয়ের প্রস্তুতি নিয়ে বৈঠক করতে যাওয়ার পথে দুষ্কৃতীদের হাতে নিশংসভাবে খুন হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও ২ তৃণমূল কর্মী। এই ঘটনার মূল অভিযুক্ত রফিকুল সহ ৬ জনের বিরুদ্ধে ক্যানিং থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশের তরফ থেকে দফায় দফায় গ্রামে মানুষদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
দুই মহিলা সহ বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ক্যানিং থানা পুলিশ। গত কালকের ঘটনার পর এলাকার পরিস্থিতি আজও থমথমে। বহু বাড়ি জনমানব শূন্য। বহু বাড়ি তে তালা ঝুলছে।
এখনো কেউ গ্রেফতার না হওয়াতে ক্ষোভ বাড়ছে স্থানীয় মানুষের মধ্যে। এই ঘটনায় সিআইডি ও ক্যানিং থানার পুলিশ একযোগে তদন্ত শুরু করেছে।
স্থানীয়দের দাবি যত দ্রুত সম্ভব মূল অভিযুক্তকে ধরুক পুলিশ। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন।