নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: মাত্র ন’মাসের শিশু কন্যাকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন মা। মৃতদের নাম সীমা রুইদাস (২৫) ও নেহা রুইদাস (৯মাস)। বুধবার ঘটনাটি ঘটেছে বাঁকুড়া-মশাগ্রাম রেলপথের সোনামুখীর রামপুর তেঁতুলতলা ফটকের কাছে।
পরিবারের তরফে দাবি, সীমা রুইদাস দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদে ভূগছিলেন। আর সেকারণেই আত্মহত্যা করেছেন বলে দাবি করা হয়েছে।
সূত্রে খবর, এদিন সকালে মা সীমা রুইদাস নিজের ন’মাসের শিশু কন্যাকে নিয়ে সোনামুখীর কোচডিহি রুইদাস পাড়ার থেকে বেরিয়ে যায়। পরে তারা বাঁকুড়া-মশাগ্রাম রেল পথের রামপুর তেঁতুলতলা ফটকের কাছে এসে মেয়েকে কোলে নিয়েই চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সোনামুখী থানার পুলিশ ও রেল পুলিশ তদন্তে নেমেছে । মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে ।