নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::কোলকাতা :: পশ্চিমবঙ্গে দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর আগামী রবিবার লোকাল ট্রেন চলাচল শুরু হচ্ছে। করোনার কারণে রাজ্য সরকার লোকাল ট্রেন চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করায় এই ৫ মাস তা বন্ধ ছিল। রাজ্য সরকার জানিয়েছে, এ সময় লোকাল ট্রেন চলবে করোনাবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে। মেট্রোরেল চলাচলের ওপর এর আগেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। করোনাবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে মেট্রোরেল। এর আগে বৃহস্পতিবার থেকে মুম্বাইয়েও চলাচল শুরু করেছে লোকাল ট্রেন।
আজ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ কর্মকর্তা একলব্য চক্রবর্তী বলেন, মে মাস থেকে রাজ্য সরকারের নির্দেশেই লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবার রাজ্য সরকারের অনুমতি মেলায় রবিবার থেকে শুরু হচ্ছে কলকাতায় লোকাল ট্রেন চলাচল। তিনি বলেন, জরুরি প্রয়োজন ছাড়া লোকাল ট্রেনে না ওঠাই ভালো হবে।