নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ২রা,মে :: পশ্চিম বর্ধমানের অন্যতম পর্যটনকেন্দ্র দেউলকে পথ দেখাবে পথশ্রী। প্রায় ১কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে শুরু হল সাড়ে তিন কিলোমিটার নতুন রাস্তা নির্মাণের কাজ। কাঁকসার বিষ্ণুপুর থেকে আজয়পল্লী পযন্ত কাঁচা রাস্তা পাকা হতে চলেছে।
কাজের সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল। রাজা ইছাই ঘোষের দেউলকে ঘিরে গড়ে উঠেছে বনদপ্তরের পর্যটন কেন্দ্র। রয়েছে প্রায় একশ চিতল হরিণ ও কয়েকশো ময়ূর ও নীল গাই । বনদপ্তরের রিসর্ট এবং ওয়াচ টাওয়ারও গড়ে উঠেছে ।
দেউল পর্যটন কেন্দ্রে যেতে ব্যাপক সম্যসার মুখে পড়তে হত পর্যটকদের। প্রায় ৫ কিলোমিটার ঘুরপথে যেতে হত পর্যটকদের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এই রাস্তার। এবার এলাকাবাসী এবং পর্যটকদের দাবি পূরণ করলো পথশ্রী। কয়েকমাসের মধ্যে রাস্তার কাজ শেষ হয়ে যাবে বলে আশাবাদী মন্ত্রী। খুশি এলাকাবাসী।