নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: পাঁশকুড়া :: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়াতে সোনার বাট সহ এক যুবককে পাকড়াও করল পুলিশ। মঙ্গলবার অভিযান থেকে পাঁশকুড়া থানার পুলিশ মেচোগ্রাম থেকে এক যুবককে পাকড়াও করে। অভিযুক্ত যুবকের কাছ থেকে ২৭০ গ্রাম সোনার বাট উদ্ধার করে।
উদ্ধার হওয়া সোনার বাট বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা বেশি। পুলিশি জিজ্ঞাসাবাদে জানায় অভিযুক্ত যুবক বিশ্বজিৎ খাটুয়া৷ তার বাড়ী পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার শীপুর গ্রামে। বুধবার অভিয়ুক্তকে তমলুক জেলা আদালতে পাঠায় পুলিশ।সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর দাসপুর থেকে খড়গপুর দিকে যাচ্ছিল একটি মারুতি গাড়ি। সন্দেহজনক দেখা দিলে পাঁশকুড়া মেছোগ্রামে কাছে নাকা চেকিং শুরু করা হয়৷ একাই গাড়ি চালিয়ে ওই যুবক আসছিল। তারপরে তাকে পাকড়াও করা হয়।
গাড়িতে তল্লাশি চালালেও কিছু পায়নি পুলিশ। যুবকের জুতোর মজা ভেতর থেকে তিনটি সোনার বাট বাজেয়াপ্ত করে। তারপরে যুবককে গ্রেফতার করে ও গাড়িতে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।