নিজস্ব সংবাদদাতা :: বসিরহাট :: বাদুড়িয়া :: সংবাদ প্রবাহ :: বসিরহাটের বাদুড়িয়া ব্লক এর বাগজোলা গ্রাম পঞ্চায়েতে বাগজোলা এলাকার ঘটনা। আজ পাঁচটা নাগাদ পাটের তৈরি কারখানা পাশাপাশি পাটের গুদামে আগুন লেগে যায় ,
সেই সময় শ্রমিকরা পাটের বস্তা তৈরি করতে ব্যস্ত ছিল হঠাৎ আগুন লেগে যাওয়ার। ফলে শ্রমিকরা দিশাহারা হয়ে যায় বাদুড়িয়া পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে তারপর দমকলের দুটি ইঞ্জিনদিয়ে এক ঘন্টার নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আনে বড় বিপর্যয় হতে পারত আজকের এই পাটের কারখানা ও গুদামে আগুন ছড়িয়ে পড়ার কারণে তারপর শ্রমিকরা যে যার মত পালাতে শুরু করে কারখানার মালিক মনিরুল ইসলাম জানান বর্ষাকালীন পাটের থেকে এই বস্তা তৈরি করছিল কি কারনে আগুন লাগল এখনো পর্যন্ত জানা যায় নি ক্ষতি প্রায় কয়েক লক্ষ টাকা প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে মনে করছে দমকল বিভাগ পাশাপাশি অন্তর্ঘাতের কথা উড়িয়ে দিচ্ছে না গত দু’মাস আগে একইভাবে গুদামে আগুন লেগেছিল