প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে সেলফি তুলে বিপদে উত্তরপ্রদেশের নারী পুলিশরা

নিউজ ডেস্ক :: সংবাদ প্রবাহ :: লখনৌ :: উত্তরপ্রদেশে গিয়ে বারবার আটক হতে হচ্ছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে। আগ্রার অকুস্থলে নিহত এক ব্যক্তির পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ায় সময় দুই ঘণ্টা আটকে রাখা হয় প্রিয়াঙ্কা গান্ধীর গাড়ি বহর।ওইদিন পুলিশ যখন প্রিয়াঙ্কা গান্ধীর পথ আটকায়, তখন গাড়ি থেকে নেমে আসেন কংগ্রেস নেত্রী। সেই সময়ই প্রিয়াঙ্কার সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত থাকতে দেখা যায় বেশ কয়েকজন নারী পুলিশ কনস্টেবলকে। মুহূর্তেই সেই সেলফি ভাইরাল হয়ে যায়। এরপরই ওই নারী কনস্টেবলদের ওপর শাস্তির খাঁড়া নেমে আসতে চলেছে বলে জানা গেছে।

লখনৌ পুলিশ কমিশনার ডি কে ঠাকুর এই সেলফি প্রসঙ্গে জানিয়েছেন, প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে যে নারী কনস্টেবলরা ছবি তুলেছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। আর লখনৌ পুলিশ কমিশনারের এমন মন্তব্যের পরই ক্ষোভে গর্জে ওঠেন প্রিয়াঙ্কা।তিনি সাফ বলেন, ‘আমার সঙ্গে ছবি তোলাই যদি তাদের অপরাধ হয়, তাহলে আমাকে শাস্তি দেওয়া হোক। ওই নারী কনস্টেবলদের কেন অযথা অভিযুক্ত করা হচ্ছে!’

এক টুইট বার্তায় প্রিয়াঙ্কা বলেন, ‘শুনতে পাচ্ছি, এই ছবিটি দেখে যোগীজি ক্ষুণ্ণ হয়েছেন। সেই কারণেই ওই নারী পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদ্যোগী হয়েছেন তিনি। যদি আমার সঙ্গে ছবি তোলাটা অপরাধই হয়ে থাকে, তাহলে আমাকেও শাস্তি দেওয়া হোক। উত্তরপ্রদেশ সরকার এভাবে কর্মঠ ও বিশ্বাসী পুলিশকর্মীদের ক্যারিয়ার নষ্ট করতে পারে না।’

প্রিয়াঙ্কাকে আটক করা প্রসঙ্গে অবশ্য পুলিশের তরফে বলা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষার কারণেই কংগ্রেস নেত্রীকে আটক করা হয়েছে। পুলিশের দাবি, বিনা অনুমতিতে আগ্রা যাচ্ছিলেন প্রিয়াঙ্কা। এদিকে পুলিশ এবং প্রিয়াঙ্কা ও কংগ্রেস সমর্থকদের মধ্যে তর্ক-বিতর্কের একাধিক ভিডিও সামনে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *