বহরমপুরের ভাগীরথী গঙ্গা থেকে স্নান করে শিবের মাথায় জল ঢালবার উদ্দেশ্যে বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কান্দি :: শ্রাবণ মাস কে বলা হয় দেবাদিদেব মহাদেবের জন্ম মাস, শ্রাবণ মাসে নিজেদের মনস্কামনা পূরণ করবার উদ্দেশ্যে দূরদূরান্ত থেকে শিব ভক্তরা পায়ে হেঁটে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দেন। সেই মতো বহরমপুরের ভাগীরথী গঙ্গা থেকে স্নান করে শিবের মাথায় জল ঢালবার উদ্দেশ্যে বাঁকে করে জল নিয়ে বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন শিব মন্দিরের উদ্দেশ্যে শিব ভক্তরা রওনা দিয়েছেন।

বীরভূমের প্রসিদ্ধ শিব মন্দির কলেশ্বর ও কান্দির রুদ্রদেব মন্দির এবং বাগডাঙ্গা পঞ্চমুখী শিব মন্দির সহ তৎসংলগ্ন বিভিন্ন শিব মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে শিব ভক্তরা পায়ে হেঁটে গঙ্গা তীর থেকে আসছেন। বাঁকে করে পায়ে হেঁটে শিব ভক্তরা গঙ্গা তীর থেকে আসার পাশাপাশি কেউ কেদারনাথ মন্দিরের আদলে তাদের বাঁকে বানিয়েছেন কেউ আবার নটরাজ মূর্তি ও শিব মূর্তির আদলে তাদের বাঁক বানিয়েছেন।

শিবের মাথায় জল ঢালা শ্রাবণ মাসে যেন পণ্যের উৎসব, আর শ্রাবণ মাসের শেষ সোমবারের আগে রবিবার শিবের মাথায় জল ঢালবার উদ্দেশ্যে ভক্তদের ঢল নামলো কান্দি শহর জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eight =