বাঁকুড়াঃ নিম্নচাপজনিত গত দু’দিনের বৃষ্টিতে চরম সমস্যায় সাধারণ কৃষিজীবি মানুষ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: নিম্নচাপজনিত গত দু’দিনের বৃষ্টিতে চরম সমস্যায় সাধারণ কৃষিজীবি মানুষ। পর্যাপ্ত বৃষ্টির অভাবে চলতি বছরে সেভাবে চাষের কাজ শুরুই করতে পারেননি বাঁকুড়ার কৃষিজীবি মানুষ। তারমধ্যেও বিকল্প সেচের ব্যবস্থা করে যেটুকু চাষাবাদ করেছিলেন নিম্নচাপজনিত অতিবৃষ্টির কারণে সেটুকুও নষ্ট হতে বসেছে।

সোনামুখী ব্লক এলাকার বিস্তীর্ণ এলাকা জুড়ে জল থৈ থৈ অবস্থা। বিভিন্ন ধরণের সব্জী চাষের জমি সহ সদ্য রোয়া ধানের ক্ষেতও জলের তলায় । রীতিমতো আর্থিক ক্ষতির মুখে পড়তে চলেছেন কৃষিজীবি মানুষ । তাদের দাবি যে টাকা খরচ করে সবজি চাষ করেছিলেন সব্জী নষ্ট হলে আগামী দিনে সেই টাকা ঘরে আসবে না এবং আগামী দিনে সংসার কিভাবে চলবে তাই ভেবে রাতের ঘুম ছুটেছে তাদের ।

দীনবন্ধু ধাড়া , সুনীল দে-রা বলেন , সারা বছর চাষবাস করে আমাদের কোন রকমে সংসার চলে এই বৃষ্টিতে বিভিন্ন সব্জী নষ্ট হলে যে টাকা খরচ হয়েছে তা আর ঘরে আসবে না। ফলে কিভাবে সংসার চলবে তারা ভেবে উঠতে পারছেন না বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *