বাঁকুড়া বিধানসভা এলাকায় কেন্দ্র সরকারের কৃষক ও জনবিরোধী নীতির বিরুদ্ধে মৌন মিছিল

৫ই,ফেব্রুয়ারী :: বাঁকুড়া :: কেন্দ্রের সরকারকে কৃষক ও জনবিরোধী আখ্যা দিয়ে আজ বাঁকুড়া বিধানসভা এলাকায় সাধারণ মানুষের ডাকে বাঁকুড়া হিন্দি হাই স্কুল থেকে মাচানতলা পর্যন্ত একটি মৌন মিছিলের আয়োজন করা হয় যেখানে এই অঞ্চলের সাধারণ মানুষেররা হাতে ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন । সেই ব্যানারে কেন্দ্রের বিজেপি সরকারকে কৃষক মারা সরকার বলা হয় ও দাবি করা হয় যে আগামী নির্বাচনে এই রাজ্যে আবার মমতা ব্যানার্জির নেতৃত্বে টি এম সি তৃতীয়বারের জন্য সরকার গঠন করবে ।

এই বিষয়ে মৌন মিছিলে অংশগ্রহণকারী এক মহিলা জানান যে তাঁরা কেন্দ্র সরকারের কৃষক বিলের বিরুদ্ধে । তাই তাঁরা এই বিলের বিরুদ্ধে মৌন মিছিলের আয়োজন করা হয়েছে । এরই সাথে তিনি এই কৃষি বিলের বিরোধিতা করে যে 107 জন কৃষকের মৃত্যু হয়েছে তাঁদের আত্মার শান্তির জন্য এই মিছিলের আয়োজন করা হয়েছে । অন্যদিকে আরও এক ব্যাক্তি জানান যে এই মিছিলে প্ল্যাকার্ডে যে শ্লোগান লেখা আছে কৃষক মারা সরকার আর নেই দরকার সেটাই আজ এই দেশের প্রত্যেকটি মানুষ বলছে । এরই সাথে তিনি বলেন যে আম জনতা চায় যেন মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × four =