বাদাম চাষীরা ক্ষেত থেকে বাদাম উঠাতে ব্যস্ত, তিস্তার ঘোলাজল গ্রাস করবে এলাকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জলপাইগুড়ি :: সুকান্তনগর এলাকায় বাদাম চাষ করা হয় প্রতিবছর। বাদাম চাষ পরিপূর্ণ হতে তিন মাস সময় লাগে, তিন মাস পরিপূর্ণ হবার পর ক্ষেত থেকে বাদাম তুলে বাজারে পাইকারি দামে বিক্রি করে লাভের মুখ দেখেন চাষিরা।

তবে চাষীদের একটা চিন্তা সব সময় থাকে জলপাইগুড়িতে তিস্তা নদীর ভয়াল রুপ নিয়ে। বর্ষাকালে আসামের ব্রহ্মপুত্র যতটা ভয়ঙ্কর , উত্তরবঙ্গের তিস্তাও প্রায় সমান ভয়ঙ্কর হয়ে উঠে। বৃষ্টির কারণে নদীর জল দু’কূল ছাপিয়ে যায় , প্রচুর এলাকা জলমগ্ন হয়ে পড়ে।আর কিছুদিনের মধ্যেই জলপাইগুড়ির সুকান্ত নগর এলাকায় ভয়াল আক্রমণ চালাবে তিস্তার ঘোলা জল ,ইতিমধ্যেই উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত শুরু হয়েছে, পাহাড়েও লাগাতার তিনদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। আর কিছুদিনের মধ্যেই ওই এলাকা গ্রাস করবে তিস্তার ঘোলা জল।

তাই বাদাম চাষিরা সময় নষ্ট না করে দ্রুত ক্ষেত থেকে বাদাম উঠাচ্ছেন। তাদের বক্তব্য আর কিছুদিনের মধ্যেই তিস্তার ঘোলাজলের কবলে পড়ে যাবে এলাকা, তাই তার আগে ক্ষেত থেকে বাদাম তুলে নিতে হবে। সেই জন্য একমুহুর্ত বিশ্রাম না করে ক্ষেত থেকে বাদাম উঠানোর কাজ করছেন বাদাম চাষিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =