বারুইপুরের মণ্ডপে তুলে ধরা হয়েছে সাঁওতালি জনজীবনকে ।।

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দক্ষিণ ২৪ পরগনা :: দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ১৬ নম্বর ওয়ার্ডের সপ্তপল্লি সার্বজনীন দুর্গোৎসব কমিটির এবছর ৪৭ তম বর্ষে পুজা পদার্পণ করল। এই পুজো কমিটির সভাপতি আশীষ । এই বছর মণ্ডপে থিম হিসাবে বেছে নেওয়া হয়েছে সাঁওতালি জনজীবনকে । তাই থিমের নাম “এ এক অন্য দ্বীপ” ।

সাঁওতালি আদিবাসীদের জীবনযাত্রা , আচার ব্যবহারকেই মূলত তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই থিমের মধ্যে দিয়ে। তিন মাস ধরে প্রায় ১০ জন শ্রমিক অক্লান্ত পরিশ্রম করে এই মন্ডপ নির্মাণ করেছে । মূলত ব্যবহার করা হয়েছে বাঁশ , কাঠ , ফাইবার , থার্মোকল । এবছর বাজেট প্রায় আটলক্ষ টাকা । হাইকোর্টের সমস্ত বিধি মেনেই এই পুজোর ব্যবস্থা করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *