নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাসন্তী :: বাসন্তীতে তৃণমূলের কোন্দল মেটানোর মঞ্চে ফের ঝামেলা। তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি। একে অপরের দিকে বাঁশ নিয়ে হামলা। চেয়ার ছোড়াছুড়ি। গোটা ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার কাঠালবেরিয়া এলাকায়। দীর্ঘদিন ধরে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে বাসন্তীতে অশান্তি রয়েছে। এ নিয়ে এলাকায় বারেবারে সংঘর্ষ বোমাবাজি এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে।তাই দলের নেতৃত্বের নির্দেশে তৃণমূলের দুই গোষ্ঠীকে একত্রিত করে ঐক্যের বার্তা দিতে উদ্যোগী হয় জেলা তৃণমূল নেতৃত্ব। সেই উপলক্ষে বৃহস্পতিবার রক্তদান শিবিরের আয়োজন হয়। রক্তদান শিবিরের মঞ্চে বাসন্তীর বিবদমান দুই গোষ্ঠী রাজা গাজি ও আমানুল্লাহ লস্কর সহ অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। কিন্তু যখন মঞ্চে থেকে নেতৃত্ব ঐক্যের বার্তা দিচ্ছেন ঠিক তখন দুই গোষ্ঠীর অনুগামীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। কিছুক্ষণের মধ্যে অবশ্য বাসন্তী থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দলের নেতৃত্ব কড়া বার্তা দেয় যারা এই ভাবে অশান্তি করবে বাসন্তীতে, তাদের বিরুদ্ধে দলগতভাবে এবং প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এদিনের মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের তৃণমূলের সাধারণ সম্পাদক শওকত মোল্লা, তৃণমূলের সুন্দরবন সাংগঠনিক জেলার সভাপতি যোগরঞ্জন হালদার সহ জেলার বহু বিধায়ক ও জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল।